অশান্তি ছড়াতে বাংলায় জঙ্গি ঢুকিয়েছে BSF: বিস্ফোরক অভিযোগ অভিষেকের

0
1

“রাজ্যে অশান্তি ছড়াতে BSF বাংলায় জঙ্গি ঢুকিয়েছে। রাজ্য পুলিশ সক্রিয় না হলে ওদের ধরা যেত?” বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়‘-এর উদ্বোধনে গিয়ে বিএসএফ-সহ বিরোধীদের তুলোধনা করলেন অভিষেক। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নিশানা করেন অভিষেক।
আরও খবর: ভোট নয়, সেবার লক্ষ্যেই ‘সেবাশ্রয়’ পরিষেবা : বিস্তারিত জানালেন অভিষেক

বাংলাদেশের (Bangladesh) সাম্প্রতিক অস্থিরতার মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার হয়েছে করেছে রাজ্য পুলিশ। কিন্তু এই বিষয়ে উল্টে পুলিশের সমালোচনা করেছে বিরোধীরা। এই নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর কথায়, সীমান্তের দায়িত্বে বিএসএফ রয়েছে। তাদের হাতেই এই দায়িত্ব। অভিষেক (Abhishek Banerjee) প্রশ্ন তোলেন, “রাজ্যে অশান্তি ছড়াতে বিএসএফ বাংলায় জঙ্গি ঢুকিয়েছে। রাজ্য পুলিশ সক্রিয় না হলে ওদের ধরা যেত?” বিরোধীদের নিশানা করে অভিষেক বলেন, “বিরোধীরা বলছে বাংলা সন্ত্রাসের হাব হয়ে উঠছে! বাংলা হাব তো বটেই, তবে শিক্ষার হাব, স্বাস্থ্যের হাব, উন্নয়নের হাব। জঙ্গিদের ধরতে রাজ্য পুলিশ যথেষ্ট তৎপর।”

বাংলাদেশের সংখ্যালঘু আক্রমণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিষেকের। তাঁর কথায়, “সামনে ভোট নেই বলেই কি কেন্দ্র সরকার হাত গুটিয়ে বসে? ৫ অগাস্টের পর বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে কেন্দ্র সরকার কী করে করেছে? হিন্দুদের আশ্রয় দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখন কী করছে?”