অবশেষে ২০২৪-এর শেষদিনে ট্রফির খরা কাটিয়ে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। কোচ সঞ্জয় সেনের হাত ধরে ৬ বছর পর বাংলায় ফের ঢুকল সন্তোষ ট্রফি। এই জয়ের ফলে ৩৩ বার সন্তোষ ট্রফি জয় বাংলার। রাজ্যকে গর্বিত করেছেন রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, চাকু মান্ডিরা। আর বছরেই শুরু তাদের জন্য বড় পুরস্কার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেক ফুটবলারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন তিনি।
সন্তোষ ট্রফি জয়ের পর গতকাল রাতে শহরে ফেরে বাংলা দল। আর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বাংলা দলের সঙ্গে দেখা করেন । ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন বাংলার কোচ সঞ্জয় সেন। সেখানে সন্তোষজয়ী দলকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই দলের প্রত্যেক ফুটবলারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন তিনি। এরপর বাংলা দলের সঙ্গে ছবিও তোলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে বিশেষ আর্থিক পুরস্কারও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি কোচ সঞ্জয় সেনকেও সংবর্ধনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কোচ সঞ্জয় সেনের নেতৃত্বে বাংলার যে ফুটবল দল ভারতসেরা হয়েছে, তা নিয়ে আমরা সকলেই গর্বিত। সন্তোষ ট্রফিতে বাংলার ফুটবলাররা যেভাবে নিজেদের কৃতিত্ব জাহির করেছে, তা সত্যিই প্রশংসনীয়। আগামীদিনে আরও ভাল প্রশিক্ষণ পেলে এরা আরও উন্নতি করতে পারবে।” এরপর মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “ বাংলার এই ফুটবলাররা অধিকাংশই গ্রামের ছেলে। এদের মধ্যে যথেষ্ট এনার্জি রয়েছে, শৃঙ্খলাবোধ রয়েছে। পরিবারে আর্থিক টান থাকলেও বাকি কোনও পিছুটান নেই। আর তাই আমি বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে এই ফুটবলারদের একটা করে চাকরি দেওয়ার প্রস্তাব দেব। এরা খেলাধুলোতেই মনোনিবেশ করবে। সময় পেলে তবেই চাকরি করবে। ” সন্তোষ ট্রফি জয়ের জন্য বাংলার ফুটবল দলকে রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সন্তোষ ট্রফির ফাইনালে কেরলকে ১-০ গোলে হারিয়ে দেয় বাংলা। বাংলার হয়ে একমাত্র গোলটি করেন রবি হাঁসদা।
আরও পড়ুন- সিডনি টেস্টে কি খেলবেন রোহিত? মুখ খুললেন গম্ভীর
–
–
–
–
–
–
–
–