জাল নথি তৈরির চক্র ফাঁস, বাংলাদেশি নাগরিকদের সঙ্গে গ্রেফতার ২ ভারতীয়!

0
1

বাংলাদেশিদের জাল নথি (Fake document) তৈরির চক্রে রাজধানী থেকে ৪ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। বুধবার রাতে বিশেষ অভিযানে এক বাংলাদেশি নাগরিক বিলাল হোসেন ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। ওপার বাংলার নাগরিকদের জন্য জাল নথি তৈরির অভিযোগে অনিমুর ইসলাম এবং আশীষ মেহেরা নামে দুই ভারতীয়ও গ্রেফতার হয়েছেন বলে খবর।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিলাল ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। তাঁরা অন্য বাংলাদেশিদেরও জাল নথি তৈরি করে ভারতে আনার কাজে জড়িত ছিলেন। অন্যদিকে তাঁদের জন্য জাল আধার কার্ড ও অন্যান্য নথি তৈরি করতেন ধৃত দুই ভারতীয়। যদিও মাস্টারমাইন্ড আনিস শেখ ও তাঁর স্ত্রী পলাতক।