বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের টপ অর্ডার ব্যর্থ, নির্বাচক কমিটির ওপর ক্ষুব্ধ গম্ভীর

0
1

বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর রেগে লাল হেড কোচ গৌতম গম্ভীর। সিরিজের আর একটি ম্যাচ বাকি। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, এ বারের বর্ডার গাভাসকর ট্রফির জন্য ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara) চেয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir) কিন্তু তার দাবি মেনে নেয়নি নির্বাচক কমিটি। মেলবোর্ন টেস্টে টিম ইন্ডিয়ার হারার পর মেজাজ হারিয়েছেন ভারতের হেড কোচ। ক্রিকেটারদের কড়া বার্তাও দিয়েছেন গম্ভীর।। আসলে পছন্দের ক্রিকেটার না পাওয়ায় গৌতমের গোঁসা হয়েছে।

কেননা চেতেশ্বর পূজারা যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার। বর্ডার গাভাসকর ট্রফিতে তার অতীতের পারফরম্যান্সও যথেষ্ট ভাল। তাই গম্ভীর এ বারও তাকে চেয়েছিলেন। জানা গিয়েছে, নির্বাচকরা তার ইচ্ছাকে আমল দেয়নি। ১০০টিরও বেশি টেস্ট ম্যাচ খেলা পূজারা দেশের হয়ে শেষ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলেছিলেন। ভারতের টপ অর্ডার এবারের অস্ট্রেলিয়া সফরে চূড়ান্ত ব্যর্থ বলে প্রমাণিত হচ্ছে, সেখানে পূজারা অস্ট্রেলিয়ার মাটিতে ৪৭.২৮ গড়ে ১১ টি ম্যাচে ৯৯৩ রান করেছেন। তাই পার্থ টেস্ট ভারত জেতার পরও পূজারাকে টিমে চেয়েছিলেন গম্ভীর। কিন্তু তার দাবি মানেনি অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি।