প্রথম কল্পতরু উৎসব শুরু হয়েছিল ১৮৮৬ সালের ১ জানুয়ারি। এই উৎসব রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্দেশ্যে পালিত হয়। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও মূলত দমদম এর কাশীপুরের উদ্যানবাটিতে এই উৎসব মহাসমারোহে পালিত হয়ে থাকে। দক্ষিণেশ্বর এবং বেলুড়েও এই উৎসব পালিত হয়। এই উৎসব যখন শুরু হয়েছিল তখন ঠাকুর নিজে থাকতেন এই উদ্যানবাটিতে।নতুন বছরে নতুন দিনের আলোর সূচনা এই কল্পতরু উৎসবের মধ্যে দিয়ে হয়। প্রত্যেক বছরের মতো এবছর টালিগঞ্জের ৯৭ নম্বর ওয়ার্ডে কল্পতরু জলাধারে ধুমধাম করে পালিত হল কল্পতরু উৎসব। উপস্তিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
১৮৮৬ সালের ১ জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস৷ কথিত আছে, কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন—‘তোমাদের চৈতন্য হোক’৷ এরপর থেকেই প্রত্যেক বছর জানুয়ারি মাসের প্রথমদিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব৷ এদিন কল্পতরু জলাধারে কল্পতরু উৎসবে এসে মন্ত্রী বলেন, এই মন্দিরটা আমরাই তৈরি করেছি। প্রত্যেক বছর এখানে কল্পতরু উৎসব পালিত হয়।এবছরও তার ব্যতিক্রম হয়নি। বিজেপির নাম না করে তিনি বলেন, যারা ভেদাভেদের রাজনীতি করতে চায়, শান্ত বাংলাকে অশান্ত করতে চায়, আজকের দিনে ঠাকুরের ভাষায় বলব, তাদের চৈতন্য হোক।
–
–
–
–
–
–
–
–
–