গ্রিন করিডোরে সিমলিপালের পথে জিনাত

0
1

ভিআইপি খাতিরে জঙ্গলের রানি চলল নিজের ডেরায়। বর্ষবরণের রাতে গ্রিন করিডোরে বাড়ির পথে রওনা দিল জিনাত (Tigress Zeenat)। পশু চিকিৎসকরা জানিয়েছেন বাঘিনী একদম সুস্থ রয়েছে। নতুন বছরে নিজের এলাকাতেই কাটাতে পারবে সে।

মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে ওড়িশায় নিয়ে আসা হয়েছিল জিনাতকে। এরপরই বনকর্মীদের ফাঁকি দিয়ে ২০ ডিসেম্বর বাংলায় ঢুকে পড়ে জিনাত। জঙ্গলমহলে রীতিমত তান্ডব দেখিয়ে অবশেষে ১০ দিনের মাথায় বাঁকুড়ায় ঘুম পাড়ানি গুলিতে কাবু হয় সে। এরপরেই সেখান থেকে সোজা গন্তব্য আলিপুর পশু হাসপাতাল। বাঘিনীর চিকিৎসায় গঠন হয় মেডিকেল বোর্ড। পরীক্ষা নিরীক্ষা চিকিৎসকরা জানান জিনাত সুস্থ রয়েছে। তবে রুচির পরিবর্তন হয়েছে। মাংস ছেড়ে দুধ খাচ্ছে সে। খেয়েছে ওআরএস। তবে এতে বিশেষ কোনও সমস্যা দেখছেন না বনকর্তারা। কারণ, পুরুলিয়ার জঙ্গলে দাপিয়ে বেড়ানোর সময় জিনাত নিজের মতো করে একাধিক শিকার করেছিল। এবার সমস্ত নিয়ম মেনে বর্ষবরণের রাতে গ্রিন করিডর করে বাঘিনি জিনাতকে নিয়ে যাওয়া হল ওড়িশার সিমলিপালে।