বেশ কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলে বিনোদ কাম্বলি। মূত্রনালিতে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে এখন অনেকটা সুস্থ আছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। শুধু তাই নয় নার্স এবং হাসপাতাল কর্মীদের সঙ্গে নাচও করছেন তিনি। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এর আগে থানের হাসপাতালের বিছানায় শুয়ে গান গাইতে শোনা গিয়েছিল তাঁকে। এবার বেড থেকে উঠে রীতিমতো নাচ করলেন তিনি।
এদিন সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে, হাসপাতালে রোগীর পোশাকে, হাতে চ্যানেলের নল নিয়েই শাহরুখ খানের সুপারহিট ‘চক দে ইন্ডিয়া’ ছবির টাইটেল ট্র্যাকে দুহাত তুলে নাচছেন কাম্বলি। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন হাসপাতালের এক নার্স এবং কিছু কর্মীও। কাম্বলির নাচ হাসপাতালে ভর্তি অন্য রোগীদেরও উপভোগ করতে দেখা যায় । সেই সঙ্গে বাকি কর্মীরাও আনন্দ পেয়েছেন।
কাম্বলি সমর্থকদের উদ্দেশে বলেন, “আপনাদের ভালবাসার জোরে এত দূর চলে এসেছি। পাশাপাশি হাসপাতালের ডিরেক্টর শৈলেশ ঠাকুরকে ধন্যবাদ। এর আগে হাসপাতালের বিছানায় শুয়ে গান করেছিলেন তিনি।
Vinod Kambli danced in the hospital? #VinodKambli pic.twitter.com/uYxnZMbY1u
— Cricket Skyblogs.in (@SkyblogsI) December 31, 2024
কাম্বলিকে নিয়ে তাঁর চিকিৎসক বিবেক দ্বিবেদী বলেন, “কাম্বলিকে যখন এখানে নিয়ে আসা হয়েছিল, তখন তাঁর শরীরে পুষ্টির অভাব ছিল। আগামী দিনে তাঁর পুষ্টি প্রয়োজন, সেই সঙ্গে দরকার ফিজিয়োথেরাপি। এই দু’টি দিকে নজর রাখা হচ্ছে। তাঁর স্মৃতিশক্তির ক্ষয় হয়েছে। কাম্বলির মস্তিষ্কে কিছু সমস্যা তৈরি হয়েছে। তবে সময়ের সঙ্গে তা ঠিক হয়ে যাবে। ১০০ শতাংশ না হলেও ৮০-৯০ শতাংশ স্মৃতিশক্তি ফিরে পাবেন তিনি।“
গত ২১ ডিসেম্বর আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বিনোদ কাম্বলি। প্রথমে প্রস্রাবে সংক্রমণের সমস্যার জন্য ভর্তি হলেও পরবর্তীতে ডাক্তাররা জানান, কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। এমনকী বিনামূল্যে তাঁর আজীবন চিকিৎসার দায়িত্বও নেয় ওই হাসপাতাল।
আরও পড়ুন- সন্তোষ ট্রফির ফাইনালে নামার আগে প্রতিপক্ষকে বাংলার কোচের
–
–
–
–
–
–
–