সঞ্জয় সেনের হাত ধরে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা , বাংলার হয়ে গোল রবি হাঁসদার

0
9

দীর্ঘ ছ’বছরের অবসান। ৬ বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা। সঞ্জয় সেনের হাত ধরে ২০১৬-১৭ মরশুমের পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বঙ্গ ব্রিগেড। ফাইনালে বাংলা কেরলকে হারাল ১-০ গোলে। বাংলার হয়ে একমাত্র গোল রবি হাঁসদার। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে গোল করেন রবি।

ম্যাচে এদিন প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপায় সঞ্জয় সেনের দল। ম্যাচে এদিন মাঝমাঠের দখল রেখেছিলেন চাকু মাণ্ডি, আদিত্য থাপারা। দুই উইং দিয়ে আক্রমণে ওঠার দায়িত্ব ছিল আবু সুফিয়ান ও মনোতোষ মাজির।  তবে ম্যাচে ছিলেন না নরহরি শ্রেষ্ঠা। রবির উপরই ভরসা রেকেছিলেন সঞ্জয় সেন। আর রবি সেই ভরসার দাম দিয়েছেন। প্রথমার্ধে লাগাতার আক্রমণেও গোলের মুখ খুলতে পারেননি বঙ্গ ব্রিগেড। তবে পালটা আক্রমণ চালাতে ভুল করেনি কেরল। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে পারেনি কোন দলি।

তবে দ্বিতীয়ার্ধে আরও তেড়েফুঁড়ে ওঠে বাংলা। একাধিকবার গোলের সুযোগও এসে যায়। ম্যাচের শেষ দিকে বেশ কয়েকবার দলের পতন বাঁচান কেরলের ডিফেন্ডাররা। কিন্তু শেষরক্ষা হয়নি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে বাংলাকে ১-০ এগিয়ে দেন রবি হাঁসদা। এদিকে ফাইনালে গোল করে একটি সন্তোষ ট্রফিতে ১২টি গোল করলেন রবি। ছাপিয়ে গেলেন কিংবদন্তি মহম্মদ হাবিবকেও।

আরও পড়ুন- সায়নের ৫ উইকেট, বিজয় হাজারে ট্রফিতে কেরলকে ২৪ রানে হারাল বাংলা