মাঠের অনুমোদন না পেয়েই ঘোষণা! সন্দেশখালিতে শুভেন্দুর সভায় ‘না’ প্রশাসনের

0
3

সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পরিষেবা প্রদান সভা ঘোষণার পরেই সেখানে সভা করার ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। আদতে তাড়াহুড়ো করে সভা ডাকতে গিয়ে যে যে নিয়ম মানা দরকার তাই-ই মানেনি বিজেপি (BJP)। ফলে মঙ্গলবার সভার অনুমোদন (permission) বাতিল করতে বাধ্য হয় বসিরহাট পুলিশ।

বসিরহাট পুলিশের সূত্রে জানানো হয়, যে মাঠে শুভেন্দু অধিকারী সভা করার পরিকল্পনা করেছিলেন তার একটা বড় অংশ সরকারি জমি (government land)। সরকারি জমিতে সভা করার জন্য অনুমতি প্রয়োজন। যে অনুমতি বিজেপির ছিল না। সেই সঙ্গে এই জমির খানিকটা ব্যক্তিগত মালিকানাধীন। সেই অংশের অনুমতি নিয়েও পুলিশ সন্তোষ প্রকাশ করতে পারেনি।

পাশাপাশি নিরাপত্তার কারণেও সভার অনুমতি বাতিল করা হয়। নদীর ধারের মাঠে সভা করার জন্য যে পরিমাণ নিরাপত্তা কর্মী মোতায়ন করা দরকার তা দেওয়া সম্ভব হবে না বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে। কারণ মঙ্গলবার বর্ষ শেষ (year ender)। স্থানীয় এলাকায় পিকনিক ও পর্যটনের নিরাপত্তায় প্রচুর পুলিশ কর্মী মোতায়েন থাকবেন।

মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে সভা করার পরিকল্পনা ভেস্তে যেতেই বিজেপি যদিও চক্রান্তের অভিযোগ তুলেছে। যদিও স্থানীয় সূত্রে দাবি আদৌ বিজেপির পক্ষে শুভেন্দু সভায় লোক জড়ো করায় ছিল বিজেপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।