বর্ষ শেষে ভিয়েতনাম সফর! বিজেপির নিশানায় রাহুল গান্ধী

0
3

মনমোহন সিং-এর মৃত্যুর পর তাঁর স্মৃতি সৌধ (memorial) বানানো নিয়ে বিজেপির উপর তোপ দেগেছে কংগ্রেস। মনমোহন স্মৃতিসৌধ বিতর্কে রাজনীতির পারদ চড়ার মাঝেই নরসিমা রাওয়ের পরিবার পাল্টা কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে। এইসব বিতর্কের মাঝে এবার বিজেপির নিশানায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বর্ষ শেষ পালন করতে রাহুলের ভিয়েতনাম (Vietnam) সফর নিয়ে তোপ দেগেছে বিজেপি (BJP)।

সোমবার রাহুল গান্ধীর ভিয়েতনাম (Vietnam) সফরকে হাতিয়ার করে তাকে প্রবল নিশানা করেন বিজেপির একাধিক নেতা৷ তাদের প্রশ্ন, গোটা দেশে রাষ্ট্রীয় শোক চলছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র (Manmohan Singh) মৃত্যুতে৷ দেশের সর্বত্র সব সরকারি অনুষ্ঠান বন্ধ। আগামী ১ জানুয়ারি পর্যন্ত দেশে সরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে৷ এই পরিস্থিতিতে নতুন বর্ষ উদযাপনের (new year celebration) জন্য রাহুল গান্ধী ভিয়েতনাম (Vietnam) সফরে গেলেন কি করে?

এই প্রসঙ্গেই বিজেপি নেতাদের অভিযোগ, আসলে মনমোহন সিং-কে (Manmohan Singh) শ্রদ্ধা জানানোর নাম করে রাজনীতি করছে কংগ্রেস (Congress)৷ তাদের দলের সাংসদ তথা লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অবস্থানই তার সব থেকে বড় প্রমাণ৷