বছরের প্রথম দিন কোথাও ট্রেনে করে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে তাতে বাধ সাধলো রেলের ব্যবস্থাপনা। মঙ্গলবার তৎকাল টিকিট কাটতে গিয়ে চরম ভোগান্তিতে রেল যাত্রীরা। হঠাৎই বসে যায় আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট। বন্ধ হয়ে যায় টিকিট কাটার সব পথ। স্বাভাবিকভাবেই আইআরসিটিসি রক্ষণাবেক্ষণ (maintenance) নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা।
গুরুত্বপূর্ণ দিনে বা টিকিট কাটার চাপ যেদিন বেশি থাকে সেদিনই দেখা যাচ্ছে বসে যাচ্ছে আইআরসিটিসির (IRCTC) ওয়েবসাইট। চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার বসে গেল গুরুত্বপূর্ণ এই ওয়েবসাইট। ২৬ ডিসেম্বর একইভাবে সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। মঙ্গলবার ওয়েবসাইট (website) বসে যাওয়ার পরে আইআরসিটিসির পক্ষ থেকেও দুঃখপ্রকাশ করে যাত্রীদের ক্ষোভ আরও বাড়িয়ে দেওয়া হয়।
মঙ্গলবার সকাল দশটা নাগাদ তৎকাল টিকিট কাটতে গিয়ে যাত্রীরা দেখেন ওয়েবসাইট (website) কাজ করছে না। কয়েক মুহূর্তের মধ্যে বেশ কিছু তৎকাল টিকিটের বুকিং হলেও বহু প্রতিক্ষিত যাত্রী টিকিট কাটতে ব্যর্থ হন। ভেস্তে যায় নতুন বছরের প্রথম দিন দূরপাল্লার ট্রেনে চড়ে প্রমোদ সফর। আইআরসিটিসি (IRCTC) পক্ষ থেকে শুধুমাত্র জানানো হয় রক্ষণাবেক্ষণের কাজের (maintenance activity) জন্য বন্ধ রাখা হয়েছে সাইট।
–
–
–
–
–
–
–
–