সরকারি কাজ ও প্রকল্পের পর্যালোচনা করতে ২ জানুয়ারি নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। থাকবেন বিভিন্ন দফতরের সচিব, উচ্চপদস্থ আধিকারিক ও সংশ্লিষ্ট দফতরের কয়েকজন মন্ত্রী। রাজ্য, জেলা এবং ব্লক স্তরের বিভিন্ন সরকারি কাজের পর্যালোচনা করবেন বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।
আরও খবর: বছর শেষে বসে গেল আইআরসিটিসি ওয়েবসাইট! নববর্ষের টিকিটের ভাগ্য ঝুলে রইল
সূত্রের খবর, সরকারি প্রকল্পগুলি কীভাবে বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তা নিয়েই আলোচনা হতে পারে। একই সঙ্গে বাংলার বাড়ির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু হয়েছে। সেই কাজে গতি বাড়াতেও নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পাশাপাশি ঘরে-ঘরে জল দেওয়ার যে কাজ চলছে তার পরিস্থিতি নিয়েও আলোচনা করতে পারেন তিনি।
সোমবারই সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জানুয়ারি শেষে সপ্তাহে হবে দুয়ারে সরকারের বিশেষ শিবির। সেই বিষয় নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়েও বেশ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। ২ জানুয়ারি দুপুর ১টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা।
–
–
–
–
–
–
–
–