বাঘটি এখন ভালো আছে, সুস্থ আছে: জিনাতের আপডেট জানালেন মুখ্যমন্ত্রী

0
3

“বাঘটি এখন ভালো আছে। সুস্থ আছে“- সোমবার, সন্দেশখালির সঙ্গে ফেরার পথে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান মমতা।

দীর্ঘ ৯ দিনের অক্লান্ত চেষ্টায় ওড়িশা (Orissa) থেকে আসা বাঘিনী (Tigress) জিনাতকে বন্দি করে বন দফতরের। এখন তাকে সুস্থভাবে বনে ফিরিয়ে দেওয়াই মূল লক্ষ্য। রবিবারই এই সাফল্যের জন্য বন দফতর তথা আধিকারিকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের তিনি জানান, “রবিবার বন দফতরের কর্মীরা প্রশাসন ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে খুব সুন্দরভাবে বাঘটিকে ধরতে পেরেছে। বাঘটি এখন ভালো আছে। সুস্থ আছে।“

সন্দেশখালি থেকে ফেরার সময় হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, “সন্দেশখালিতে বছরের শেষ দিনের প্রাক্কালে খুবই ভালো মিটিং হয়েছে। সেখানে মা-বোনেদের উপস্থিতি নজরকাড়ার মতো ছিল। সন্দেশখালিকে অনেক ধন্যবাদ। সেইসঙ্গে আপনাদেরও নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। কালকে বছরের শেষ দিনটাও ভালো ভাবে কাটুক। এরপরে জানুয়ারি মাসে অনেক অনুষ্ঠান আছে। গঙ্গাসাগর মেলা আছে। পৌষ সংক্রান্তি আছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।“

এদিকে, জিনাতকে নিয়ে পশ্চিমবঙ্গের প্রধান বন সংরক্ষক বন্যপ্রাণী এবং প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন দেবল রায় জানান, “তিনজন ওয়াইল্ড লাইফের অভিজ্ঞ ডাক্তার, জু-এর বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, এছাড়া বিভিন্ন বিষয় বিশেষজ্ঞ যাঁরা আছেন তাঁদেরকে নিয়োগ করা হয়েছে। যেহেতু আবারও তাকে তার স্বাভাবিক বন্য জীবনে ফেরত পাঠানোর একটা বিষয় রয়েছে, তাই যাতে কোনওরকম হিউম্যান বা চিড়িয়াখানা বা জু থেকে কোনও রকম সংক্রমণ না হয় সেই দিকটায় করা নজর রাখা হয়েছে।“