চলছে বর্ডার-গাভাস্কর ট্রফি। আর বর্ডার-গাভাস্কর ট্রফি সিরিজে ২-১ ফলাফলে পিছিয়ে টিম ইন্ডিয়া। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে প্রশ্নের মুখে টিম ইন্ডিয়ার ব্যাটিং। বিশেষ করে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পারফরম্যান্স। যেই কারণে বারবার সমালোচনার মুখে পড়ছেন টিম ইন্ডিয়ার দুই ব্যাটার। পারথ টেস্টে শতরানের পর আর তেমন ব্যাট হাতে দাপট দেখাতে পারেনি বিরাট। আর রোহিত এখনও ব্যর্থ । এরপর দুজনের অবসর নিয়ে উঠছে জল্পনা। আর এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।
এই নিয়ে শাস্ত্রী বলেন, “ আমার মনে হয় বিরাট কিছু সময় খেলবেন। সে যেভাবে আউট হয়েছিল তা ভুলে যান, বা যাই হোক না কেন। আমার মনে হয় বিরাট আরও তিন-চার বছর খেলবেন। যতদূর রোহিতের কথা উদ্বিগ্ন, তবে এটি তাঁর একটি কল। অর্ডারের শীর্ষে ব্যাট করেন তিনি, রোহিত জানেন, শুধু অনুভব করুন যে তাঁর ফুটওয়ার্ক কি একই রয়েছে। রোহিত সম্ভবত বলটি খেলতে দেরি করছেন। তাই সিরিজের শেষে এটি তাকেই সিদ্ধান্ত নিতে হবে।“
রোহিতের ব্যাট দিয়ে এই সিরিজে এখনও পর্যন্ত এসেছে, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩ রান এবং দ্বিতীয় ইনিংসে ৬ রান। তারপরে, তৃতীয় টেস্টে, রোহিত প্রথম ইনিংসে করেছেন ১০ রান করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে তার পালা আসেনি। এই দুটি ম্যাচেই রোহিত শর্মা ৬ নম্বরে ব্যাট করেছিলেন। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে, রোহিত ওপেনার হিসাবে ব্যাট করতে এসেছিলেন, কিন্তু তিনি মাত্র ৩ রান করে প্যাট কামিন্সের বলে আউট হন। দ্বিতীয় ইনিংসে ৪০ বলে ৯ রান করে কামিন্সের বলে আউট হন রোহিত। অপরদিকে বিরাট কোহলির প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেন ৫ এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৭ রান এবং দ্বিতীয় ইনিংসে ১১ রান। এরপর, তৃতীয় টেস্টে বিরাট প্রথম ইনিংসে ৩ রান করেন এবং দ্বিতীয় ইনিংসে তার পালা আসেনি । চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে বিরাট করেন ৩৬ রান। দ্বিতীয় ইনিংসে করেন ৫ রান ।
আরও পড়ুন- বাংলাদেশি থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্ত, যশস্বীর আউট ঘিরে শুরু হল বিতর্ক
–
–
–
–
–
–
–
–
–
–