চোরাচালানে যুক্ত থাকার অভিযোগে আপাতত শ্রীঘরে মালদহের হবিবপুরের বামনেত্রী। সীমান্ত এলাকা থেকে পুলিশ ও বিএসএফের (BSF ) যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে পূরবী দাস ওরফে টুনটুন মণ্ডল (৩৫)। তিনি ২০২৩ সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের প্রার্থী ছিলেন। বিদেশি মদের চোরাকারবারিতে তাঁর দোসর সিপিএম সদস্য স্বামী।
গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের একটি দল কলাইবাড়ি এলাকার সিপিএম নেতা দীপঙ্কর মণ্ডলের বাড়িতে হানা দিয়ে প্রায় ৫৪ টি মোবাইল, নগদ ৫০ হাজার টাকা ও বিদেশি মদের বোতল উদ্ধার করেছে। তিনি পালিয়ে গেলেও তাঁর স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বাম দম্পতি একত্রে এই চোরা কারবার করতেন বলে জানা গেছে। এই ঘটনায় মালদহ জেলার রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুখে কুলুপ বাম নেতৃত্বের।
–
–
–
–
–
–
–
–
–