পুত্রবধূর বাড়িতে আকাশ থেকে টাকা ছড়ানোর জন্য বিমান ভাড়া !

0
1

পুত্রের বিয়ে ধুমধাম করে দিতে চেয়েছিলেন তিনি। শুধু তা-ই নয়, পুত্রের বিয়ে সবার মনে রাখতে এমন কিছু করতে চাইলেন যা নিয়ে চর্চা হবে গোটা শহরে, এমনকি দেশেও। আর করলেনও তাই। পুত্রের বিয়ের জন্য একটি আস্ত বিমান ভাড়া করলেন। তবে হবু বৌমার বাড়িতে সেই বিমানে পুত্রকে পাঠানোর জন্য নয়, বিমান ভাড়া করেছিলেন হবু পুত্রবধূর বাড়িতে আকাশ থেকে টাকা ছড়ানোর জন্য।

জানা গিয়েছে, এই ঘটনা পাকিস্তানের হায়দরাবাদের। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে উর্দু ভাষায় ঘটনার কথা জানিয়েছেন এক ব্যক্তি। যদিও বিশ্ব বাংলা সংবাদ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

সেখানে বলা হয়েছে, বরপক্ষের কাছে কন্যার বাবার অনুরোধেই এমনটা করা হয়। বিয়ের অনুষ্ঠানকে চমকপ্রদ করতে বরপক্ষের তরফে বিমান ভাড়া করা হয়। সেখানে টাকা বোঝাই করে বরপক্ষের লোকজন কনেপক্ষের বাড়িতে গিয়ে আকাশ থেকে টাকার বৃষ্টি করেন।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কনের বাড়ির লক্ষ্য করে উড়ে আসছে একটি বিমান। কনের বাড়ির ঠিক উপরে বিমানটি আসতেই দেখা যায়, দফায় দফায় বিমান থেকে ছড়ানো হচ্ছে টাকা। এভাবে বেশ কয়েক দফায় টাকা ছড়ানোর পর ফিরে যায় বিমানটি।