সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বা সীমান্ত পথে অবৈধ কার্যকলাপ হলে তা রাজ্য পুলিশের দৃষ্টি এড়ায় না, রবিবার স্পষ্ট করে দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar, DGP)। সেই পদ্ধতিতেই আনসারুল্লা বাংলা টিমের (ABT) আরো দুই সদস্যকে গ্রেফতারিতে বড় ভূমিকা নিল রাজ্য পুলিশের এসটিএফ। উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। কিভাবে নিজের পরিবার ও বন্ধুদের মধ্যেই জঙ্গি প্রশিক্ষণ প্রাথমিক শুরু করেছিল তাও উঠে এলো।
রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের (Murshidabad) নওদায় হানা দেয় বেঙ্গল এসটিএফ (Bengal STF) ও অসম এসটিএফের (Assam STF) যৌথ বাহিনী। আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয় কেরালা থেকে গ্রেফতার হওয়া সাব শেখের পিসি তাঞ্জিরা বিবির ছেলে সাজিবুল ইসলামের বাড়িতে। গ্রেফতার করা হয় সাজিবুলকে। সেই সঙ্গে তারই ঘনিষ্ঠ বন্ধু মোস্তাকিন মন্ডলকেও গ্রেফতার করে পুলিশ। যদিও মুস্তাকিনের পরিবারের দাবি সে কোনভাবেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নয়।
পুলিশি তদন্তে উঠে এসেছে সাব সেখের (San Sheikh) থেকে ফোনে নির্দেশ পেয়ে কাজ করতো সজিবুল ও মোস্তাকিন। যদিও বাইরে সজিবুল রাজমিস্ত্রির কাজ করত এবং মোস্তাকিন ছিল কাঠের মিস্ত্রী। তার আগে সাবের সঙ্গে যৌথভাবে ছাগলের ফার্ম খুলেছিল তারা। তদন্তের জন্য পুলিশ সজিবুল ও মোস্তাকিনের মোবাইল নিয়ে গিয়েছে।
–
–
–
–
–
–
–
–