ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সুরক্ষার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে এমন একটি পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। রিপোর্ট বলছে, পাকিস্তানের কাছ থেকে স্বল্প-পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানে হাটফ-টু নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪০০ কিলোমিটারের কম।ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং (IDRW)-এর রিপোর্ট অনুযায়ী, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ব্যবহার করতে চায়। এই স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ভারতীয় উত্তর-পূর্বাঞ্চলকে পুরোপুরি আঘাত করার ক্ষমতা রাখে। পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের উন্নত এই কৌশলগত ক্ষেপণাস্ত্র বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে।
আরও তথ্য থেকে জানা যাচ্ছে, এই ক্ষেপণাস্ত্র চুক্তি কার্যকর হলে ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ভারসাম্যে বড়সড় পরিবর্তন আনবে। যদিও আবদালি ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত, তবে বাংলাদেশের হাতে এই অস্ত্র থাকা ভারতের আঞ্চলিক সামরিক অবস্থানের প্রতি একটি কৌশলগত প্রতিক্রিয়া হিসেবে কাজ করবে।
ওয়াকিবহালমহলের মতে, দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই পদক্ষেপ নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। এখন দেখার এই পদক্ষেপে কারা বেশি সুরক্ষিত হয়।
–
–
–
–
–
–
–
–
–