বড়দিনের মতো বর্ষবরণের রাতেও অতিরিক্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো (Kolkata Metro)। একটি বিবৃতি জারি করে কর্তৃপক্ষের তরফে জালানো হয়েছে যে, ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে কবি সুভাষ- দক্ষিণেশ্বর রুটে (আপ ও ডাউন) তিনটি করে মোট ৬টি অতিরিক্ত মেট্রো চলবে।
মেট্রো কর্তৃপক্ষ তরফে পাওয়া খবর অনুযায়ী, বর্ষবরণের রাতে গ্রিন লাইন, গ্রিন লাইন ১, পার্পল এবং অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। দক্ষিণেশ্বর থেকে প্রথম অতিরিক্ত মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে, দ্বিতীয়টি রাত ১০টা ৩ মিনিটে, এবং তৃতীয় অতিরিক্ত মেট্রো ছাড়বে রাত ১০টা বেজে ১৮ মিনিটে। আবার কবি সুভাষ (Kavi Subhash Metro) থেকে দক্ষিণেশ্বরের (Dakshineswar) দিকে যাঁরা আসবেন তাঁরা বর্ষশেষ-বর্ষবরণ উপলক্ষে প্রথম বিশেষ মেট্রোটি পাবেন ৯টা ৫৫ মিনিটে, দ্বিতীয়টি ১০টা ১০ মিনিটে এবং তৃতীয়টি ছাড়বে ১০টা ২৫ মিনিটে। তবে দিনের বাকি সময়ের মেট্রো সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।
–
–
–
–
–
–
–
–
–