এদিন মেলবোর্নে নজির গড়লেন বুমরাহ, ভাঙলেন কপিল দেবের রেকর্ড

0
2

মেলবোর্নে চলছে ভারত-অস্ট্রেলিয়া চুতর্থ টেস্ট । নীতিশ কুমার রেড্ডী এবং যশপ্রীত বুমরাহর দাপটে বক্সিং ডে টেস্টে ফিরে আসে টিম ইন্ডিয়া । টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপট দেখান নীতিশ ।অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে বল হাতে দাপট দেখান অশ্বিন । ৪ উইকেট নেন তিনি । আর এতেও গড়েন অনন্য নজির । ভাঙলেন কপিল দেবের রেকর্ড ।

এদিন ট্রেভিস হেডকে আউট করে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। আর এর সুবাদে ভাঙলেন কপিল দেবের একটি রেকর্ড। বুমরাহ টেস্টে ২০০ উইকেট পূর্ণ করতে ৮৪৮৪টি বল করেছেন। এত কম বল করে ভারতের আর কোনও বোলার টেস্টে ২০০ উইকেট পাননি। এক্ষেত্রে বিশ্বে চতুর্থ স্থানে থাকলেন তিনি। বিশ্বরেকর্ড রয়েছে পাকিস্তানের ওয়াকার ইউনিসের দখলে। তিনি ২০০টেস্ট উইকেট নিয়েছিলেন ৭৭২৫তম বলে। দ্বিতীয় স্থানে আছেন ডেল স্টেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলারের লেগেছিল ৭৮৪৮টি বল। তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকারই কাগিসো রাবাডা। তাঁর ২০০ উইকেট নিতে লেগেছিল ৮১৫৩টি বল।

এছাড়াও বুমরাহ ২০০ উইকেট নেন তাঁর ৪৪তম টেস্টে। রবীন্দ্র জাদেজা ২০০ উইকেট নিয়েছিলেন তাঁর ৪৪তম টেস্ট ম্যাচে। এ ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে এগিয়ে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি তাঁর ৩৮তম টেস্টে ২০০ উইকেট নেন।

 

আরও পড়ুন- বুমরাহর দাপটে মেলবোর্নে ম্যাচে ফিরল ভারত, ৩৩৩ রানে এগিয়ে অজিরা