শেষ পর্যন্ত গ্রেফতার পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্ত। দশ বছরের বেশি সময় ধরে ট্যুর ট্রাভেলের ব্যবসা সামনে রেখে আড়ালে চলেছে পাসপোর্ট জালিয়াতি। জানা গিয়েছে, ভুয়ো নথি তৈরি ও তা দিয়ে পাসপোর্ট তৈরির কারবার করত মনোজ। বিনিময়ে লক্ষাধিক টাকা নিত।
তদন্তে উঠে এসেছে, মোতিলাল গুপ্তা রোডের অফিসে বসেই হত পরিকল্পনা। সেখানেই যাতায়াত ছিল সমরেশ ও অন্যান্যদের। বাংলাদেশিদের পাসপোর্ট তৈরি করে দিয়ে নিজের ট্যুর ও ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা বার করে বিদেশে পাঠানোর কাজও করত মনোজ।
বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট, ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট! দাবি পুলিশের।
বাংলাদেশ থেকে বাড়ছে মানব পাচার। নদিয়ায় সিন্ডিকেট গড়ে জাল নথির সাহায্যে তৈরি হচ্ছে ভারতীয় পরিচয়পত্র। মোটা টাকার বিনিময়ে চলে যাচ্ছে বাংলাদেশিদের হাতে।
নদিয়ায় একের পর এক বাংলাদেশি গ্রেফতার। চিন্তা বাড়াচ্ছে হাঁসখালি ও ধানতলার কাঁটাতারহীন ৮ কিলোমিটার।
–
–
,-
–
–
–
–