রবিবার পেট্রোল ডিজেলের দাম কত জানুন

0
1

বিশ্বের বাজারে মোটামুটিভাবে স্থিতিশীল জ্বালানি তেলের দাম৷ রবিবার ব্রেন্ট ক্রুডের দাম যাচ্ছে ব্যারেল প্রতি ৭৮.৩১ ডলার৷ গতকালের চেয়ে যা সামান্য বেশি৷ ডব্লিউটিআইয়ের দাম আজ বেড়ে হয়েছে ব্যারেল প্রতি ৭৪.১৮ ডলার৷ জ্বালানি তেলের ক্ষেত্রে ভারত মূলত আমদানির উপর নির্ভরশীল৷ তাই বিশ্বের বাজারে তেলের দামের ওঠাপড়ার প্রভাব সরাসরি পড়ে দেশের বাজারেও৷

তবে, তেলের দামে এই বদলের প্রভাব পড়েনি চার মহানগরীতে৷ কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইতে আজও স্থিতিশীল জ্বালানি তেলের দাম৷

দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৮২

মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা

চেন্নাই- পেট্রোল ১০২.৮৬ টাকা, ডিজেল ৯৪.৪৬ টাকা

কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা