মেঘালয়ে (Meghalaya) এক চার্চের ভেতরে ঢুকে “জয় শ্রীরাম” স্লোগানে সোশ্যাল মিডিয়ায় হইচই। ফলোয়ার্স বাড়াতেই কি এমন কাণ্ড ঘটালেন তরুণ ইনফ্লুয়েন্সার, উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই দোষীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা (Conrad Sangma)।
গত বৃহস্পতিবার ইস্ট খাসি হিলস জেলার মাওলিনং এলাকার চার্চ অফ এপিফানিতে (Church of the Epiphany) গেছিলেন আকাশ সাগর নামে এক সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সঙ্গে ছিল তাঁর দলবল। এরপর গির্জার অল্টারে উঠে মাইকের সামনে গিয়ে আকাশ “জয় শ্রীরাম” স্লোগান দেন অভিযোগ। শুধু তাই নয় খ্রিস্ট সঙ্গীতের কথা বিকৃত করে গান গাইতে থাকেন আকাশের সঙ্গীরাও। এরপর ইনফ্লুয়েন্সার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। শিলংয়ের এক সমাজকর্মী থানায় এফআইআর দায়ের করেন আকাশের বিরুদ্ধে। বিতর্কিত ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ আনা হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–