মেলবোর্ন টেস্টে ম্যাচে ফিরল ভারত। বলা ভালো নীতিশ কুমার রেড্ডীর ব্যাটিং যশপ্রীত বুমরাহর বোলিং-এর সৌজন্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টস্টে ফিরল রোহিত শর্মার দল। দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের শেষে অজিদের রান সংখ্যা ৯ উইকেট হারিয়ে ২২৮ । অজিরা এগিয়ে ৩৩৩ রানে।
প্রথম ইনিংসে ৩৬৯ রান করেন ইন্ডিয়া। ব্যাট হাতে দাপট দেখান নীতিশ রেড্ডী। ১১৪ রান করেন তিনি। ৪ রান করেন মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন প্যাট কামিন্স , বোলান্ড এবং লিয়ন। ১০৫ রানে এগিয়ে থাকে অজিরা।
জবাবে ব্যাট করতে নেমে ধাক্কা খায় অজিরা। প্রথম ধাক্কা দেবন যশপ্রীত বুমরাহ। কনস্টাসকে আউট করেন তিনি। ৮ রানে ফেরেন অজি তরুণ ব্যাটার। ২১ রানে আউট হন উসমান খাওয়াজা। ১৩ রান করেন স্টিভ স্মিথ। ৭০ রান করেন লাবুশানে। হেড করেন ১ রান। ৪১ রান করেন কামিন্স। অজিদের হয়ে ক্রিজে রয়েছেন লিয়ন এবং বোলান্ড। ভারতের হয়ে চার উইকেট বুমরাহর। ৩ উইকেট মহম্মদ সিরাজের। ১ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
–
–
–
–
–
–
–
–