মধ্যপ্রদেশে কুয়োতে পড়ে যাওয়া ১০ বছরের সুমিতকে অবশেষে সফলভাবে উদ্ধার

0
2

মধ্যপ্রদেশে কুয়োতে পড়ে যাওয়া ১০ বছরের সুমিতকে অবশেষে সফলভাবে উদ্ধার করা হয়েছে। গুনা জেলার রাঘোগড়ের পিপলিয়া গ্রামে শনিবার সন্ধ্যায় কুয়োর ৪০ ফুট গভীরে আটকে পড়ে সুমিত। রাতভর উদ্ধারকাজ চলার পর রবিবার সকালে তাকে উদ্ধার করা হয়।‌ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, সুমিতকে কুয়োর সমান্তরালে খোঁড়া একটি গর্তের মাধ্যমে বাইরে আনা হয়েছে। কুয়োর ভিতরে অক্সিজেন পাঠানো এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে রাতভোর উদ্ধারকাজ চালিয়ে শেষমেশ সাফল্য আসে।রাঘোগড়ের বিধায়ক জয়বর্ধন সিং এবং জেলাশাসক সত্যেন্দ্র সিং ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো পরিস্থিতির তত্ত্বাবধান করেন।

বর্তমানে সুমিতকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এরই পাশাপাশি, রাজস্থানের কোটপুতলিতে ৭০০ ফুট গভীর কুয়োতে পড়া তিন বছরের শিশু চেতনার এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, উদ্ধারকাজ জারি রয়েছে এবং পরিস্থিতি সম্পর্কে সময়মতো জানানো হবে।