বনকর্মীদের রাতের ঘুম উড়িয়ে এক জেলা থেকে অন্য জেলায় আস্তানা বদলের খেলার মত্ত বাঘিনী জিনাত (Zeenat Tigress)। পুরুলিয়ার পাহাড় থেকে মানবাজারের জনবসতিপূর্ণ এলাকায় রাত কাটানোর পর, শনির সকালে সে পৌঁছেছে বাঁকুড়ায় (Bankura)। কংসাবতীর আশেপাশে জিনাতের রেডিও কলারের সিগনাল মিলেছে বলে খবর।
গত কয়েকদিন ধরে বাঘিনীকে বাগে পেতে হিমশিম খাচ্ছে বনদফতর (Forest Department)। জাল থেকে অত্যাধুনিক প্রযুক্তি, বিশেষজ্ঞদের পরিকল্পনা থেকে হুলা পার্টির ব্যবহার সবকিছুকে ব্যর্থ করে বহাল তবিয়তে রয়েছে জিনাত। বাঘে-মানুষে কার্যত মনস্তত্ত্বের খেলা চলছে। শনিবার সকালের আপডেট অনুযায়ী, কংসাবতী জলাধারের আশপাশ থেকে জিনাতের ট্র্যাকিং সিগন্যাল মেলায় সেখানে পৌঁছেছে বনদফতরের কর্মীরা। এই খবর জানাজানি হতেই বাঁকুড়ার বারুনিয়া, রানিবাঁধ, গোপালপুরে আতঙ্ক ছড়িয়েছে।
–
–
–
–
–
–
–
–
–