প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণের পর স্মৃতিসৌধ তৈরি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল কেন্দ্র ও কংগ্রেসের মধ্যে। সেই বিতর্কের অবসান ঘটতে না ঘটতেই কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক তোপ দাগলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। কংগ্রেসকে নিশানা করে তাঁর মন্তব্য, বাবার মৃত্যুর পরে শোকসভা পর্যন্ত করেনি কংগ্রেস ওয়ার্কিং কমিটি, স্মৃতিসৌধ তো দূরস্ত। এখন তাহলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ কেন? বিস্ফোরক প্রণব-কন্যা সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন কংগ্রেসের বিরুদ্ধে।
শুক্রবারই কংগ্রেসের তরফে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি স্মৃতিসৌধ গড়ার আর্জি জানানো হয় কেন্দ্রের কাছে। কেন্দ্র প্রথমে অসম্মত হলেও পরে স্মৃতিসৌধ তৈরির ব্যাপারে সহমত পোষণ করে। শুক্রবার রাতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরি করবে স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি ট্রাস্ট। এরপরই কংগ্রেসকে নিশানায় তোপ দাগেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা। তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, তাঁর বাবার মৃত্যুর পরে তো কই কংগ্রেস এমন কোনও উদ্যোগ নেয়নি। বাবা চলে যাওয়ার পর কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটি শোকসভা পর্যন্ত করেনি। আমাকে এক প্রবীণ নেতা বলেছিলেন এর আগে প্রয়াত ৪ রাষ্ট্রপতির ক্ষেত্রেও নাকি তা হয়নি। কিন্তু সেটা পুরোপুরি মিথ্যে কথা ছিল। মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েই শর্মিষ্ঠা বলেন, স্মৃতিসৌধ তো বটেই, মনমোহন সিং ভারতরত্ন পাওয়ারও যোগ্য। তাঁর বাবা রাষ্ট্রপতি থাকাকালীন চেয়েছিলেন তাঁকে এই সম্মান দিতে। কিন্তু দুটো কারণে তা হয়নি। তবে কী কারণ, তা তিনি ব্যাখ্যা করেননি। উল্লেখ্য, তিন বছর আগে কংগ্রেসের সদস্যপদ ছেড়ে রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেছিলেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। এখন মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ-ইস্যুতে পুরনো দলকেই কাঠগড়ায় তুললেন তিনি।
আরও পড়ুন- পাঁচদিন পরই অভিষেকের ‘সেবাশ্রয়’ ডায়মন্ড হারবারে, বাড়ি থেকে এক কদম দূরেই সুস্বাস্থ্য পরিষেবা
–
—
–
—
–
—
–
—
–





























































































































