পাসপোর্ট ভেরিফিকেশনে এক গুচ্ছ নতুন নিয়ম: রাজ্য পুলিশের কড়া পদক্ষেপ

0
1

পাসপোর্টের ভেরিফিকেশন (passport verification) করতে যে নথির প্রয়োজন হয় সেটাই জাল! সাধারণ আধার কার্ড থেকে প্যান কার্ডের মত নথি জাল করে দেদার বিলি হয়েছে জাল পাসপোর্ট। অনেক ক্ষেত্রে নজরদারিতে ঘাটতি রয়ে গিয়েছে পুলিশের তরফেও। সেইসব ফাঁকফোঁকর বুজিয়ে ফেলতে তৎপর রাজ্য পুলিশ। ক্রাইম সেমিনারে জারি হল একগুচ্ছ নতুন নির্দেশিকা।

কেন্দ্রীয় সরকারের একাধিক সংস্থার যোগসূত্র ধরে কলকাতা পুলিশ জাল পাসপোর্টের (fake passport) চক্রের মাথার সন্ধান চালাচ্ছে। যদিও আদালতে পাসপোর্টের ভেরিফিকেশন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে। এর উত্তর খুঁজতে গিয়ে দেখা গিয়েছে পাসপোর্ট অফিস বা স্বরাষ্ট্র মন্ত্রকের (MEA) নিয়মের অনেক জায়গায় আটকে যেতে হয় পুলিশকে। সেইসব বাধা কাটিয়ে কীভাবে স্বচ্ছ ভেরিফিকেশন করে সঠিক ব্যক্তির হাতে পাসপোর্ট তুলে দেওয়া যায় তার উদ্যোগ রাজ্য পুলিশের। সব থানায় নতুন নির্দেশিকা পাঠানো হল কলকাতার পুলিশ কমিশনার (CP, Kolkata Police) মনোজ ভার্মার তরফে।

পাসপোর্ট ভেরিফিকেশনের সময় যাতে কোনও গোলযোগ না হয়, কোন বিষয় এড়িয়ে না যায় তা ভাল করে যাচাই করতে বলা হয়েছে। প্রতিটি থানার ওসির কাছে গিয়েছে নির্দেশ। যিনি পাসপোর্টের জন্য আবেদন করছেন তার কোন অপরাধমূলক কেস (police case) আছে কিনা তাও গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। প্রয়োজনে পাসপোর্ট ভেরিফিকেশনের সময় প্রদত্ত ঠিকানায় ডেপুটি কমিশনার পদমর্যাদা অথবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারকে গিয়ে দেখার কথাও বলা হচ্ছে।