হিমাচলের তুষারপাতে আটকে পাঁচ হাজার পর্যটক!শৈত্যপ্রবাহের সতর্কতা জারি

0
1

প্রবল তুষারপাতে বিপর্যস্ত হিমাচল (Himachal Snowfall)। শুক্রবার রাত পর্যন্ত কুলুতেই আটকে অন্তত পাঁচ হাজার পর্যটক (over five thousand tourists stucked in heavy snowfall)। জোরকদমে চলছে উদ্ধার কাজ। মৌসম ভবনের (IMD) তরফে নতুন করে শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।

শুক্রবার থেকে কুলুতে (Kulu) ভারী তুষারপাত শুরু হওয়ায় এক হাজারের বেশি গাড়ি সোলাং নালার রাস্তায় আটকে পড়ে। প্রতি বছর শীতে বহু মানুষ কুলু – মানালিতে ঘুরতে যান। এবারেও পর্যটক সংখ্যা চোখে পড়ার মতো। কিন্তু গত দুদিনের তুষারপাতে পরিস্থিতি অন্যরকম হয়ে উঠেছে। কিছুটা হলেও আতঙ্কিত পর্যটকরা। প্রশাসনের তরফে সকলকে আশ্বস্ত করে দ্রুত উদ্ধার কাজ চালানো হচ্ছে। IMD এর পূর্বাভাস সত্যি করে লাহুল-স্পিতি, চম্বা, কাংরা, শিমলার মতো হিমাচলের অন্য জেলাগুলিতেও বৃষ্টি এবং তুষারপাত চলছে। উইকেন্ডে দুর্যোগ বাড়তে পারে।