দমদম স্টেশনে রক্ষণাবেক্ষণ শুরু, উইকেন্ডে শিয়ালদহ উত্তরে বাতিল একাধিক লোকাল!

0
2

হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন বাতিলের দুর্ভোগ কাটছে না, তার মাঝে এবার শিয়ালদহ শাখাতেও ব্যাহত হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা(Local Train service interruption in Sealdah North division)। পরিষেবা নিয়ে আর কত ছেলেখেলা করবে রেল? নিত্যদিন ট্রেন যাত্রায় দুর্ভোগের শিকার হওয়া যাত্রীদের ক্ষোভ বাড়ছে। রেল সূত্রে খবর, দমদম স্টেশনের (Dumdum Station) ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে শিয়ালদহ উত্তর শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ব্যাহত হবে ট্রেন পরিষেবা।

শিয়ালদহ-ডানকুনি আপ ও ডাউন লোকাল থেকে শুরু করে, উত্তর শাখার হাবরা, দত্তপুকুর, হাসনাবাদ, রানাঘাট, শান্তিপুর এবং কৃষ্ণনগর রুটের ট্রেনও বাতিল থাকছে। এর পাশাপাশি লালগোলা শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেন শনিবার রাত দশটা পনেরো মিনিটের পরিবর্তে আধঘন্টা দেরিতে ছাড়বে। বর্ষশেষে এত ট্রেন বাতিলে খুব স্বাভাবিকভাবেই যাত্রী ভোগান্তির আশঙ্কা আরও বাড়ছে।