জীবন মৃত্যুর লড়াইয়ে শেষমেষ কি হার স্বীকার করে নিল তিন বছরের চেতনা? প্রায় ১২০ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, নড়াচড়া করছে না রাজস্থানের শিশুকন্যা (Rajasthan child yet not be rescued from 700ft borewell)। দুশ্চিন্তা আর উদ্বেগ নিয়ে নীচে নামার প্রক্রিয়া শুরু উদ্ধারকারী দলের ।
রাজস্থানের কোটপুতলির তিন বছরের শিশু কন্যা গত সোমবার খেলতে খেলতে সাতশ ফুট গভীর কুয়োয় পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, র্যাট হোল খননকারী দল আধুনিক যন্ত্রপাতি নিয়ে সুড়ঙ্গ খননের কাজ শুরু করে। কুয়োর প্রায় ১৭০ ফুট গভীরে আটকে রয়েছে শিশুটি। ২০ ফুট দূরে কুয়োর সমান্তরালে পাইলিং মেশিনের সাহায্যে বানানো ‘এল’ আকৃতির সুড়ঙ্গ দিয়ে শনিবার সকাল থেকে নীচে নামতে শুরু করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। ইতিমধ্যেই ছদিন কেটে গেছে। যত সময় যাচ্ছে বাড়ছে উৎকণ্ঠা। নড়াচড়া বন্ধ হয়ে গেছে শিশুর।জেলা প্রশাসন সূত্রে খবর সবকিছু ঠিকঠাক এগোলেও উদ্ধারকাজ সম্পূর্ণ হতে আরও কয়েক ঘণ্টা লেগে যেতে পারে।
–
–
–
–
–
–
–
–
–