জানা গেল আমবাগানে দগ্ধ মহিলার পরিচয়, প্রেমঘটিত কারণে খুন! বাড়ছে ধোঁয়াশা 

0
1

মালদহের চাঁচলের (Chanchal, Maldah) আমবাগানে উদ্ধার অগ্নিদগ্ধ মৃতার পরিচয় জানতে পারল পুলিশ। সূত্রের খবর, ঘটনাস্থলের অদূরের জলাশয় থেকে একটি ব্যাগ মিলেছে তার ভিতরে মহিলার আধার এবং ভোটার কার্ড ছিল। সেখান থেকেই ঠিকানা জোগাড় করে মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। জানা গেছে, বছর দশেক আগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানা এলাকায় তাঁর বিয়ে হয়েছিল। তবে বেশ কয়েক বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। এরপর তিনি নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই প্রেমিকই তাহলে খুনি? বাড়ছে সন্দেহ।

প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মৃতার বাপের বাড়ি চাঁচল থানারই দক্ষিণ শহর এলাকায়। ওই মহিলার দুই সন্তান রয়েছে। আমবাগানে তাঁকে পুড়িয়ে মারার ঘটনায় পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশন থেকে আবু তাহের নামে যে ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, তাঁর সঙ্গেই মৃতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অনুমান। তাহলে কি প্রেম ঘটিত কোনও সন্দেহ বা আক্রোশের জেরেই এই নৃশংসতা? অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মহিলার DNA পরীক্ষার পাশাপাশি ফরেন্সিক পরীক্ষারও ব্যবস্থা করা হচ্ছে। পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলছে চাঁচল থানার পুলিশ।