মেলবোর্ন শুরু হয়ে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। বক্সিং ডে টেস্টে যেখানে ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুলরা। সেখানে ব্যাট হাতে দাপট নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। নীতিশ কুমার ১০৫রানে অপারাজিত । প্রথম অর্ধশতরান করে পুষ্পার ভঙ্গি নীতিশের। অপর দিকে ৫০ রান সুন্দরের।
১৯১ রানে যখন ধুঁকছিল ভারত। কিছু ক্ষণের মধ্যেই ২২১ রানে ৭ উইকেট হয়ে যায় টিম ইন্ডিয়ার। ঠিক তখনই টিম ইন্ডিয়াকে টেনে তুলল নীতিশ এবং সুন্দর। নীতিশ অপরাজিত ১০৫ রানে। তাঁর ১৭৬ বলের ইনিংসে রয়েছে ১০টি চার এবং ১টি ছক্কা। অপরদিকে ৫০ রান করেন সুন্দর। ১৭ রান করেন রবিন্দ্র জাদেজা। শূন্য রান করেন যশপ্রীত বুমরাহ। ভারতের হয়ে ক্রীজে রয়েছেন নীতীশ এবং মহম্মদ সিরাজ। অজিদের হয়ে তিনটি করে উইকেট প্যাট কামিন্স এবং স্কট বোলান্ডের। ২ উইকেট লিওনের।
এদিকে নীতিশের শতরানের পরই গ্যালারি থেকে চিৎকার করে যাচ্ছিলেন নীতিশের নানা মুতিয়ালা রেড্ডি। ছেলেকে ডেকে যাচ্ছিলেন। ৯০ হাজারের মেলবোর্নের গ্যালারি থেকে সেই চিৎকার নীতীশের কানে পৌঁছনো সম্ভব ছিল না। কিন্তু মুতিয়ালা তখন মরিয়া ছেলেকে ডাকতে।
আরও পড়ুন- বড় ম্যাচ নিয়ে জটিলতা, পিছোতে পারে আইএসএল-এর ফিরতি ডার্বি
–
–
–
–
–
–
–
–
–