আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অন্তিম যাত্রা

0
3

আজ পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সেনের (Mannohan Singh) শেষকৃত্য।বার্ধক্যজনিত অসুস্থতায় বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান রাষ্ট্রনেতা। শুক্রবার সারাদিন তাঁর মরদেহ বাসভবনের রাখা হয়েছিল। সেখানেই অন্তিম শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্র তথা কংগ্রেসের নেতৃত্ব। বিকেলে ক্যালিফোর্নিয়া থেকে দেশে ফিরেছেন মনমোহনের ছোট মেয়ে। শনিবার সকাল সাড়ে নটায় কংগ্রেস অফিস থেকে মনমোহনের শেষযাত্রা।

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে (Former PM death) কেন্দ্রের তরফে আগামী সাতদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই কংগ্রেসের সদর দফতরে এসে পৌঁছেছেন মল্লিকার্জুন খারগে। আর কিছুক্ষণের মধ্যেই মনমোহনের শববাহী শকট দলীয় কার্যালয়ে পৌঁছবে। এদিন বেলা ১১:৪৫ মিনিটে দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।