পশ্চিম মেদিনীপুর পুলিশের (West Medinipur District Police) বড় উদ্যোগ। কেবল নজরদারি নয়, এবার ড্রোনের (Done) মাধ্যমে ঘোষণাও করা যাবে। প্রাকৃতিক বিপর্যয় বা বড় জমায়েত- ড্রোনের মাধ্যমে জনগণকে সচেতন করা যাবে, দেওয়া যাবে জরুরি বার্তা। বাংলায় এই প্রথম প্রথম ঘোষক ড্রোনের উদ্বোধন হল পশ্চিম মেদিনীপুর জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এই ড্রোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ ডি জি ওয়েস্টার্ন জোন। ছিলেন পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার ধৃতিমান সরকার ছাড়াও অনান্য পুলিশ আধিকারিকরা।
পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, যখন বড় কোনও জমায়েত হয়, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর পাশাপাশি মানুষকে সতর্ক করার জন্য এটি ব্যবহার করা যেতে পারে। প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেও আমরা এই ড্রোন ব্যবহার করে মানুষকে আরও সতর্ক করতে পারি। গত ছ মাস ধরে স্থানীয় স্তরে গবেষণার পর আমরা এটা তৈরি করেছি। আগে কোথাও বিক্ষোভ হাটাতে কিংবা গন্ডগোল এড়াতে হ্যান্ডমাইক নিয়ে জরুরি বিষয়গুলি ঘোষণা করতেন পুলিশ আধিকারিকরা। এ বার ভিড়ের মধ্যে ড্রোন পাঠিয়ে নজরদারি চালানোর পাশাপাশি জমায়েত থেকে সরে যাওয়ার ঘোষণাও করতে পারবে পুলিশ।
ওয়াকিটকির মাধ্যমে বার্তা পাঠাবেন পুলিশ আধিকারিকরা। আর সেই বার্তা ড্রোনের মাধ্যমে পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে। তবে কী শীঘ্রই সারা রাজ্যে চালু হতে পারে এই পরিষেবা? এই নিয়ে রাজ্যের তরফে চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও জানা যাচ্ছে। এই পদ্দতি চালুর জন্যে বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার (West Medinipur District Police) পুলিশ সুপারকে।
–
–
–
–
–
–
–
–