ফের চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ

0
1

ফের চম্পাহাটির বাজি কারখানা (Factory) বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত ৩জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে। শনিবার, দুপুরে হাঁড়ালের বাজি কারখানায় হঠাৎই বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছন তাঁরা। দগ্ধ অবস্থায় পিন্টু মণ্ডল, শঙ্করী সর্দার, ভক্তি সর্দার- নামে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন, হাঁড়ালের সর্দার পাড়ার ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে আচমকা বিস্ফোরণ ঘটে। পিন্টু বাজি ব্যবসায়ী বলে পরিচিত। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাড়িতে। বাড়িটি সম্পূর্ণ ভেঙেও পড়ে। সূত্রের খবর, বাড়িতে সেই সময় বাজি তৈরি হচ্ছিল। সেই বাজি ফেটেই বিপত্তি বাঁধে। তবে স্থানীয় কারও কারও মতে, বাড়িতে মজুত থাকা বাজি থেকে বিস্ফোরণ ঘটে।

বাড়িতে সেই সময় ছিলেন মালিক পিন্টু মণ্ডল। সঙ্গে শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার। তিনজনই অগ্নিদগ্ধ হন। তাঁদেরকে দ্রুত উদ্ধার করে কলকাতার বাঙুর হাসপাতলে পাঠানো হয়েছে। পিন্টুর শরীর ১০০ভাগই পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল জানতে তদন্ত শুরু হবে।