প্রায় ছদিন হতে চলল, এখনও অধরা বাঘিনী। বন বিভাগের বিশেষজ্ঞদের পরিকল্পিত পাঁচ-পাঁচটা টোপ ব্যর্থ। নিজের মেজাজে দিব্যি পুরুলিয়ার পাহাড়ে রয়েছে জিনাত (Tigress Zeenat)। আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসী থেকে আধিকারিকদের। পাঁচ রাত বিনিদ্র রজনী যাপন করার পরও শুক্রবারে সকালে হতাশ বনদফতরের কর্মীরা। এখনও ধরা পড়লো না জিনাত।
পাহাড়ের নীচে আগুন জ্বালিয়ে হুলা পার্টি দিয়ে জঙ্গল ঘেরা থেকে শুরু করে প্রায় ৩ কিমি জাল বিছিয়ে রেখে লোকেশনে মোট ৬টি শুটারের দিনভর সাঁড়াশি আক্রমণ ব্যর্থ করে বাঘিনী তার স্বাভাবিক ছন্দেই জীবন কাটাচ্ছে বলে অনুমান।হাইফ্রিকোয়েন্সি অ্যান্টেনার পাশাপাশি রিয়েল টাইম মনিটরিং (Real time monitoring) ব্যবস্থাপনার মাধ্যমে জিনাতকে ট্র্যাক করা যাচ্ছে কিন্তু ঘুমপাড়ানি গুলির রেঞ্জের মধ্যে আসছে না সে। সুন্দরবন, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের শুটাররা বুধবার রাত থেকেই বান্দোয়ানে রয়েছেন। এত প্রচেষ্টার পরও বাঘিনীকে বাগে আনতে না পেরে এমন হতাশ সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা।
–
–
–
–
–
–
–
–
–