গতকাল পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট। এই জয়ের ফলে লিগ টেবিলে শীর্ষস্থানে নিজেদের বহাল রাখে সবুজ-মেরুন বাহিনী। তবে পাঞ্জাব এএফসির বদলে ম্যাচের প্রথমার্ধে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি মোহনবাগান। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকে দল। তবে দ্বিতীয়ার্ধে ৩-১ গোলে জয় পায় মোহনবাগান। আর দলের এই জয়ে খুশি বাগান কোচ জোসে মোলিনা।
ম্যাচ জয়ের পর বাগান কোচ মোলিনা বলেন, “পাঞ্জাবের বিরুদ্ধে দলের খেলায় আমি খুশি। আগের ম্যাচে হেরে যাওয়ার পর জয়ে ফিরে আসাটা খুবই জরুরি ছিল। আমাদের দল একটা ভাল পারফরম্যান্স দেখিয়ে জয়ে ফিরে আসতে পারায় আমি খুশি।“
তবে প্রথম ৪৫ মিনিটে যে তাঁর দল ভাল খেলতে পারেনি, তা মানতে নারাজ স্প্যানিশ কোচ। মোলিনা বলেন, “প্রথম ৪৫ মিনিটে আমরাই আধিপত্য বিস্তার করেছি। তবে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারিনি। পাঞ্জাব দুর্দান্ত একটা গোল করে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যাই আমরা। এরপর ভিদাল লাল কার্ড দেখায় আমাদের কাজটা অপেক্ষাকৃত সোজা হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আমাদের বেশি গোলের সুযোগ এসেছে। শেষ পর্যন্ত ৩-১-এ জিতে আমরা খুশি। লিগ টেবলের শীর্ষস্থান ধরে রাখা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।“
আরও পড়ুন- কোহলিকে কটাক্ষ গ্যালারি থেকে, পালটা জবাব বিরাটের, ভাইরাল ভিডিও
–
–
–
–
–
–
–
–
–