স্টেট ইউনিভার্সিটির উপাচার্য হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakraborty Bandopadhyay)। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে (West Bengal State University) দীর্ঘদিন স্থায়ী উপচার্য ছিল না। সেখানে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের মতো শিক্ষাবিদ পেল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) উপাচার্য ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পান তিনি। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে করেন তিনি। পরে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakraborty Bandopadhyay) একজন বিশিষ্ট শিক্ষাবিদ। ২০১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অস্থায়ী উপাচার্য সুরঞ্জন দাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে যোগ দিলে সেই পদে সোনালিকে স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়। এবার পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন তিনি।
–
–
–
–
–
–
–
–