মেলবোর্ন টেস্টে এখনও সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার কাছে, মনে করছেন সুন্দর

0
1

মেলবোর্ন টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় ভারত। দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ভারতের রান ১৬৪ । প্রথম ইনিংসে বলতে গেলে চাপেই টিম ইন্ডিয়া। যদিও এই জায়গা থেকে দল ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন ভারতের ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর।

ম্যাচ শেষে ওয়াশিংটন বলেন, “আমরা ভাল জায়গায় নেই। বড় রান তুলতে পারব কিনা, নিশ্চিত নয়। তবে আমরা ভয় পাচ্ছি না। শনিবার সকালে আমরা মাঠে নামব লড়াই করার জন্যই। আমাদের সাজঘরের পরিবেশ খুব ভাল। সবাই ইতিবাচক রয়েছি। ম্যাচের এখনও অনেক বাকি। পুরো তিন দিন রয়েছে। আমাদের চেষ্টা করতে হবে লড়াইয়ে ফিরে আসার। দল হিসাবে লড়াই করার চেষ্টা করব ।“ এখানেই না থেমে ওয়াশিংটন সুন্দর বলেন, “প্রথম দিন পিচে একটু নরম ভাব ছিল। সারা দিন ভাল রোদ ওঠেনি। দ্বিতীয় দিন অনেকটাই শুকিয়ে গিয়েছে। পিচ অনেকটাই ভাল হয়েছে। আমরা কিন্তু খারাপ ব্যাট করিনি। মনে হচ্ছে, চতুর্থ দিন পর্যন্ত পিচ ব্যাট করার জন্য ভালই থাকবে। খুব একটা পরিবর্তন হবে না। টেস্টের আগামী দু’দিন খুব উত্তেজক হতে পারে।“

দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার থেকে ৩১৭ রানে পিছিয়ে রয়েছে ভারত। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৪৭৪ রান। ভারতের রান দিনের শেষে ৫ উইকেটে ১৬৪।

আরও পড়ুন- টি-২০ সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় ভারতের