মেলবোর্নেও রান পেলেন না রোহিত-বিরাট, দিনের শেষে টিম ইন্ডিয়ার রান ৫ উইকেট হারিয়ে ১৬৪

0
3

বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্টে ব্যাটিং ব্যর্থতা ভারতের। দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার রান ৫ উইকেট হারিয়ে ১৬৪ । এদিনও ব্যাট হাতে দাপট দেখাতে পারলেন না বিরাট কোহলি, রোহিত শর্মারা । প্রথম ইনিংসে ৩১০ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া ।

প্রথম ইনিংসে ব্যাট করে ৪৭৪ রান করে অস্ট্রেলিয়া । ব্যাট হাতে দাপট দেখান স্টিভ স্মিথ । ১৪০ রান করেন তিনি । ৪৯ রান করেন প্যাট কামিন্স । ভারতের হয়ে ৪ উইকেট যশপ্রীত বুমরাহর । ৩ উইকেট রবিন্দ্র জাদেজা । ২ উইকেট আকাশ দীপের । ১ টি উইকেট ওয়াশিংটন সুন্দরের ।

জবাবে ব্যাট করতে নেমে ধাক্কা খায় টিম ইন্ডিয়া । যশস্বী জসওয়ালের সঙ্গে ওপেন করতে নামেন রোহিত । তবে ওপেন করতে নেমেও ব্যর্থ ভারত অধিনায়ক । ৩ রান করেন তিনি । ২৪ রান করেন কে এল রাহুল । ৩৬ রানে আউট হন বিরাট কোহলি । যশস্বী করেন ৮২ রান । ভারতের হয়ে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। অজিদের হয়ে দুটি করে উইকেট প্যাট কামিন্স এবং বোলান্ডের ।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস