পথ প্রদর্শক’ মনমোহনের প্রয়াণে শোকপ্রকাশ সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার

0
1

না ফেরার দেশের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। হস্পতিবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দিল্লি এইমসে তাঁকে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যা ভুগছিলেন। শেষরক্ষা হল না। প্রয়াত হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। তাঁর প্রয়াণে শোকের ছায়া গোটা দেশজুড়ে।

একজন বহুখ্যাত দেশনায়ককে হারিয়ে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীও নিজেদের এক্স হ্যান্ডেলে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেন।

এক্স হ্যান্ডেলে সোনিয়া লেখেন, মনমোহনজি-র প্রয়াণে আমাদের কংগ্রেস পরিবারের অনেক ক্ষতি হয়ে গেল। পরিবারের সকলকে সমবেদনা।

রাহুল গান্ধী লেখেন ‘মনমোহন সিংজি অপার প্রজ্ঞা ও সততার সঙ্গে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নম্র আচরণ ও অর্থনীতিকে গভীরে গিয়ে উপলব্ধি করা গোটা জাতিকে অনুপ্রাণিত করেছিল। মিসেস কৌর ও পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। একজন পথ প্রদর্শক ও পরামর্শদাতাকে হারালাম।’

প্রিয়ঙ্কার কথায়, ‘রাজনীতিতে খুব কম লোকই সর্দার মনমোহন সিংজির মতো অনুপ্রেরণা জোগান। তাঁর সততা সবসময় আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরও পড়ুন- ভারতের অর্থনীতি বদলের কারিগর! প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

_

_

_

_

_

_