১১ বছরেই ‘লেখক’ ছেলে! সহজ-কাণ্ডে আপ্লুত প্রিয়াঙ্কা

0
4

সন্তানের গর্বে চিরকালই গর্বিত হন মা-বাবা। শুধু তাঁর মুখের দিকে চেয়ে দাম্পত্যের সব তিক্ততা ভুলে ফের একসঙ্গে থাকতে শুরু করেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। টেলি থেকে টলিউডের স্বল্প বয়সে যাত্রার মাঝেই প্রেম এবং বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন দম্পতি। কোল আলো করে আসে পুত্র সন্তান। ভালবেসে রাহুল – প্রিয়াঙ্কা ছেলের নাম রেখেছেন সহজ (Sahaj)। এবার ১১ বছর বয়সী স্টারকিড সকলকে অবাক করে দিয়ে একটা গোটা বই লিখে ফেলেছেন। নাম ‘ দ্য এনচ্যন্টেড গিটার’ (The Enchanted Guitar)। ছেলের সাফল্যে গর্বিত অভিনেত্রী প্রিয়াঙ্কা।

বাবা-মায়ের মধ্যে চিরকালই সেতুবন্ধন করেছে সহজ। সম্পর্কে দূরত্ব থাকাকালীন একথা স্বীকার করেছেন রাহুল-প্রিয়াঙ্কা দুজনেই। দম্পতি যে পুনরায় এক ছাদের তলায় থাকতে পারছেন সেটা ছেলের জন্যই। ছোট বয়সে বাবার হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছেন সহজ। তবে এবার তাঁর কলমের জাদু সামনে এলো। প্রিয়াঙ্কা নিজেই সেই সাফল্য সোশ্যাল মিডিয়ায় ভাগ করে লেখেন, ‘ঈশ্বর ওঁকে আশীর্বাদ করুন…’। সৃজনশীল প্রতিভাকে সুযোগ করে দেওয়ার জন্য পাবলিশার্স এবং সহায়কদের ধন্যবাদও দিয়েছেন নায়িকা।