এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই

0
6

নয় নয় করে ৮৫ দিন পার।এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই। গত ১ অক্টোবর প্রাথমিক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার কমপক্ষে তার বিরুদ্ধে ৪০ পাতার চার্জশিট পেশ করা হচ্ছে।দুর্নীতি মামলায় দু বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ  হয়েছেন তিনি। ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিনের অনুমতিও মিলেছে। তবে এখনও জামিন বলবৎ হয়নি। এরই মাঝে আজ, শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। তাতে আরও একাধিক নাম থাকবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তাল বাংলা। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একাধিক উচ্চ পদস্থ আধিকারিক। জেরায় উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। একাধিক মামলায় নাম জড়িয়েছে ধৃতদের। গত ১ অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে।