বিপুল পরিমাণ টাকা দিয়ে কলকাতা পুরসভা যে সুইমিং পুলগুলি (swimming pool) রক্ষণাবেক্ষণ করে তার জন্য কোন অর্থ নেওয়া হয় না সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রগুলি থেকে। এবার সেই নিয়মে বদল আনার পথে কলকাতা পুরসভা। শুক্রবার কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ (talk to Mayor) অনুষ্ঠানে জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
পুরসভার পুকুর কিংবা সুইমিং পুলে সাঁতার শেখাতে গেলে এবার থেকে দিতে হবে লাইসেন্স ফিজ (license fees)। অনেকেই পুরসভার পুকুর কিংবা সুইমিং পুলে সাঁতার শেখান কোনও লাইসেন্স ফিজ ছাড়াই। সেক্ষেত্রে পুকুরের রক্ষণাবেক্ষণের খরচপাতি বহন করতে হয় পুরসভাকেই। তাই এবার সাঁতার শেখাতে গেলে প্রশিক্ষণদাতার থেকেই বছরে নির্দিষ্ট লাইসেন্স ফি (license fee) নেওয়া হবে, বলে জানিয়েছেন মহানাগরিক।
মেয়র বলেন, যাঁরা পুরসভার পুকুরগুলিতে সাঁতার শেখান, তাঁদের ৫০ হাজার টাকা করে দিতে হবে। আর যাঁরা পুরসভার তৈরি করে দেওয়া সুইমিং পুলে (swimming pool) সাঁতারের প্রশিক্ষণ দেন, তাঁদের বছরে ১ লক্ষ টাকা করে দিতে হবে। কারণ, এইসব পুকুর কিংবা সুইমিং পুলে অনেকরকম রক্ষণাবেক্ষণের খরচ থাকে।
–
–
–
–
–
–
–
–