বিরাট-কনস্টাস বিতর্ক নিয়ে মুখ খুলল ক্রিকেট অস্ট্রেলিয়া , কী বলল তারা ?

0
1

মেলবোর্ন টেস্টের প্রথম দিন থেকেই একের পর এক বিতর্ক। বক্সিং ডে টেস্টের প্রথম দিন অজি তরুণ ক্রিকেটার স্যাম কনস্টাসকে ধাক্কা মারার অভিযোগ ওঠে বিরাট কোহলির বিরুদ্ধে। এর নিয়ে আইসিসির কাছ থেকে শাস্তিও পান বিরাট। আর এবার এই নিয়ে মুখ খুললেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলে। বললেন বিরাটের কাছে থেকে এটা প্রত্যাশিত।

এই নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও বলেন, “ ঘটনাটা দেখতে ভাল লাগেনি। সকলেই জানেন, ক্রিকেট মাঠে শারীরিক সংঘাত কখনও কাম্য নয়। যেটা হয়েছে, ভাল হয়নি। আমার মনে হয়, কোহলি দোষ স্বীকার করে ঘটনার দায় নেবে। বয়স অনুযায়ী কনস্টাস যথেষ্ট পরিণতি বোধ দেখিয়েছে। বলা যায়, আমাদের তরুণ ক্রিকেটার কোহলির আচরণকে কিছুটা করুণার চোখে দেখেছে। হয়তো এটা দু’দলের তীব্র প্রতিদ্বন্ধিতার একটা বহিঃপ্রকাশ। মাঠে তীব্র ক্রিকেটীয় লড়াই হতেই পারে। তবু বলব, এই ধরনের বিষয় দেখতে ভাল লাগে না।“

এদিকে কোহলির এই ব্যবহারের জন্য বিরাটকে শাস্তি দেয় আইসিসি। গতকাল তারা বিবৃতিতে জানান, “ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তাঁকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে। পাশাপাশি সেই সঙ্গে লেভেল ওয়ান অপরাধ বলে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন কোহলি।

আরও পড়ুন- পাঞ্জাবের বিরুদ্ধে জয় পেয়ে কী বললেন বাগান কোচ জোসে মোলিনা ?