টি-২০ সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় ভারতের মহিলা দলের। এদিন তৃতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পায় হরমনপ্রীত কৌরের দল । ভারতের হয়ে ছয় উইকেট দীপ্তি শর্মার । চার উইকেট রেণুকা সিং-এর ।
ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১৬২ রান করে ওয়েস্ট ইন্ডিজ । ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬১ রান করেন হেনরি । অধিনায়ক ম্যাথু করেন শূন্য । কাম্বলে করেন ৪৬ রান। ভারতের হয়ে ছয় উইকেট দীপ্তি শর্মার । চার উইকেট রেণুকা সিং-এর ।
জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া । টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট দীপ্তি শর্মার । ম্যাচের সেরাও হন তিনি। ৩৯ রানে অপরাজিত তিনি । ৩২ রান করেন হরমনপ্রীত ।
আরও পড়ুন- বিরাট-কনস্টাস বিতর্ক নিয়ে মুখ খুলল ক্রিকেট অস্ট্রেলিয়া , কী বলল তারা ?
–
—
–
—
–
—
–
—
–