শহর জুড়ে যখন বর্ষশেষ আর বর্ষবরণের খুশির আমেজ, তখন মন ভাল নেই সাহেব চট্টোপাধ্যায়ের (Saheb Chatterjee)পরিবারের। শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন গায়ক-অভিনেতা। হাসপাতালের বিছানায় শুয়েই সোশাল মিডিয়ায় শারীরিক অসুস্থতার কথা জানালেন সাহেব নিজেই।
সমাজ মাধ্যম প্রোফাইলে সাহেব জানিয়েছেন যে গত ২৫ ডিসেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি।আর মাধবনের (R Madhavan) সঙ্গে হিন্দি ছবি ‘আপ জ্যায়সা কোই’-র শুটিং শেষ করার পরই সিজন পরিবর্তনের কারণে ভাইরাল জ্বরে আক্রান্ত হন তিনি। এই কারণে ২৬ এবং ২৮ তারিখের দুটি অনুষ্ঠান বাতিল হওয়ার জন্য আয়োজক এবং অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন অভিনেতা। জন্মদিনের শুভেচ্ছা বার্তায় আপ্লুত সাহেব (Saheb Chatterjee) আগের থেকে অনেকটাই সুস্থ আছেন বলে খবর মিলেছে।
–
–
–
–
–
–
–
–
–