ইউনুস সরকারের সচিবালয়ে আগুন নাশকতা? সত্য জানতে তদন্ত কমিটি গঠন

0
9

ঢাকায় বাংলাদেশ সরকারের সচিবালয়ের আগুন বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণে এসেছে।বুধবার রাত ১টা ৫২ মিনিটে আগুন লেগেছিল সচিবালয়ের সাত নম্বর ভবনে। প্রায় ছ’ঘণ্টা পরে দমকল তা নিয়ন্ত্রণে আনতে পেরেছে। দমকলের ১৯ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মীর মৃত্যু হয়েছে।সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান।  কমিটির সদস্য পাঁচ থেকে ১১ জন হতে পারেন।

এদিকে বৃহস্পতিবার সকালেই সচিবালয়ে আধিকারিক-কর্মচারীদের প্রবেশের জন্য একটি প্রবেশ দ্বার খুলে দেওয়া হয়েছে।আজ সকাল সোয়া ৯টার দিকে সচিবালয়ের ৫ নম্বর প্রবেশ দ্বার খুলে দেওয়া হয়। দরজা খুলে দিলে বাইরে অপেক্ষমাণ কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে ঢুকতে থাকেন।সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আজ সকালে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঢাকা দমকল বিভাগের মিডিয়া সেলের প্রধান মহম্মদ শাহজাহান শিকদার জানান, বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশ ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান।এরপর তিনি বলেন, আগুন নেভাতে গিয়ে  ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম সোহানুজ্জামান নয়ন।এই অগ্নিকাণ্ডের নেপথ্যে নাশকতা রয়েছে কি না, তা জানতে ইতিমধ্যেই জল্পনা দানা বেধেছে। তাৎপর্যপূর্ণ ভাবে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেননি।