আজ থেকে মেলবোর্নে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। বক্সিং ডে টেস্টে প্রথম দিনই ছড়ায় উত্তপ্ত। এর আগে যেমন ঝামেলায় জড়িয়ে ছিলেন মহম্মদ সিরাজ এবং ট্রাভিস হেড। এবার ঝামেলায় জড়ালেন বিরাট কোহলি এবং তরুণ অজি ক্রিকেটার স্যাম কনস্টাস। জার যেরে শাস্তি হতে পারে বিরাটের।
ম্যাচে এদিন শুরুটা ভালই করেন কনস্টাস। অস্ট্রেলিয়ার তরুণ এই ব্যাটার চালিয়ে খেলে যশপ্রীত বুমরাহর ওপর। যার ফলে শুরুতেই তছনছ হয়ে গেল ভারতীয় বোলিং। আর এরপরই অভিযোগ ওঠে কনস্টাসকে ধাক্কা দেন বিরাট। ঘটনার সূত্রপাত, বক্সিং ডে টেস্টের ১০ ওভারের পর। মহম্মদ সিরাজ সেই ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাসও। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। কনস্টাসের বিষয়টি পছন্দ হয়নি। তিনি কোহলিকে কিছু একটা বলেন। পাল্টা কোহলিও রক্তচক্ষু দেখিয়ে কনস্টাসকে উত্তর দেন। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে মনে হয়েছে, কোহলি যেন ইচ্ছাকৃতভাবেই ধাক্কা দিয়েছেন অজি ব্যাটারকে। আর এরপরই মনে করা হয়েছিল শাস্তি হতে পারে কোহলি।
Kohli and Konstas come together and make contact ?#AUSvIND pic.twitter.com/adb09clEqd
— 7Cricket (@7Cricket) December 26, 2024
আর এবার সূত্রের খবর, কনস্টাসকে ধাক্কা মারার অভিযোগে, কোহলির ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হবে। এই নিয়ে আইসিসির একটি সূত্র জানিয়েছে, কোহলির ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হবে। কোহলির কী শাস্তি হবে তা নির্ভর করছে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের উপর। তাঁরা প্রয়োজনে ঘটনার ফুটেজ দেখে সিদ্ধান্ত নিতে পারেন। দুই ক্রিকেটারের সঙ্গে কথাও বলতে পারেন।
আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি, বল হাতে দাপট বুমরাহর, প্রথম দিনের শেষে অজিদের রান ৬ উইকেট হারিয়ে ৩১১
–
–
–
–
–
–
–
–